Welcome to Madhobpur Municipality

 

এক নজরে মাধবপুর পৌরসভাঃ-

 

base-mapহবিগঞ্জ জেলাধীন মাধবপুর পৌরসভাটি সিলেট বিভাগের প্রবেশদ্বরে অবস্থিত। মাধবপুর পৌরসভাটি গত ২রা আগষ্ট ১৯৯৭ খ্রিঃ সনে প্রতিষ্ঠিত  হয়ে সুষ্ঠ ও সুন্দরভাবে নাগরিক সেবা প্রদান করে আসছে। নাগরিক সেবার মান বৃদ্ধি এবং আর্থিকভাবে স্বচ্ছলতার কারণে সরকার মাধবপুর পৌরসভাকে গত ১৫-০২-২০০৮ খ্রিঃ তারিখে ‘গ’ শ্রেণী হতে ‘খ’ শ্রেণীতে উন্নীত করেন। ঢাকা-সিলেট মহাসড়কটি মাধবপুর পৌরসভার অভ্যন্তরে (বুক) দিয়ে অতিবাহিত হওয়ায় যোগাযোগ ব্যবস্থার জন্য বিখ্যাত স্থান হিসেবে পরিচিতি লাভ করেছে। মাধবপুর পৌরসভাটি সোনাই, খাস্তি, তিতাস নদীর সংযোগ স্থলে অবস্থিত। মাধবপুর পৌরসভা সদরে অবস্থিত মাধবপুর বাজারটি একটি প্রসিদ্ধ ব্যবসায়ীক স্থান হিসেবে ব্যাপক পরিচিতি লাভ করেছে। মাধবপুর পৌরসভাটি হাওর ব্যষ্টিত হওয়ায় হাওড়ের উৎপাদিত ফসল, যেমন ধান, চাউল, পাট, সরিষা ও মাছ ইত্যাদি দ্রব্য মাধবপুরে বাজার হতে বাংলাদেশে বিভিন্ন জায়গায় রপ্তানি হয়ে থাকে। মাধবপুর পৌরসভা বাংলাদেশের অন্যান্য পৌরসভার ন্যায় জন সেবা মূলক বিভিন্ন কার্যক্রম সার্বিকভাবে পরিচালনা করে আসছে বিস্তারিত..

Latest News :